• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় ক্রিকেট বোর্ডকে জরিমানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০১৯, ১৮:২৫
ছবি- সংগৃহীত

শুধু জরিমানা করেই শেষ নয়, জরিমানা দিতে অপারগতা করলে বন্ধের নির্দেশ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে। জরিমানার অর্থের হিসেবে ১২০ কোটি রুপি। এই অর্থ মহারাষ্ট্র সরকারকে দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে।

১৯৭৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক ও রাজনীতিবিদ এসকে ওয়াংখেড়ে একটি স্টেডিয়াম নির্মাণ করেন। এরপর তার নামেই নামকরণ হয় স্টেডিয়ামটির। ৩৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ওয়াংখেড়ে স্টেডিয়াম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থেকে এমসিসি ইজারা নিয়েছিল ৫০ বছরের জন্য।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) নিজস্ব পরিকল্পনা থেকে এ স্টেডিয়ামের জন্ম। কথা ছিল এই মাঠ মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের নিজস্ব ভেন্যু হিসেবে ব্যবহার করার কথা।

৫০ বছরের ওই চুক্তির মেয়াদ শেষ শেষ হয় ২০১৮ সালে। কিন্তু চুক্তির মেয়াদ না বাড়িয়ে স্টেডিয়াম তৈরির জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয় বিসিসিআইয়ের সদর দফতর।

সবশেষ নতুন করে চুক্তি না করা, খাজনা পরিশোধ না করে অবৈধভাবে আবার সংস্কারের দায়ে অভিযুক্ত হওয়ায় ১২০ কোটি রুপি জরিমানা করা হয়েছে এমসিএকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই, শৃঙ্খলা রক্ষা হচ্ছে না : এফবিসিসিআই
X
Fresh