• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সৌম্যর ব্যাটে চড়ে আবাহনীর শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৯, ১৩:২৯
ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিয়ে আবাহনীর খেলোয়াড়দের উল্লাস

বিকেএসপির ৩ নম্বর মাঠ যেন সৌম্যর জন্যই তৈরি। টানা দুই শতক একই মাঠে। গত ম্যাচেও খেলেছিলেন ১০৬ রানের ইনিংস। তার ওই ইনিংসে ভর করে গতবারের শিরোপা জয়ী আবাহনী টিকে ছিল শিরোপার দৌড়ে। আজ শিরোপা জয়ের দিন তো খেললেন মহা কাব্যিক এক ইনিংস।

বিশ্বকাপের প্লেনে চড়ার আগে সৌম্য সরকার দেখিয়ে দিলেন, নির্বাচকদের নির্বাচনে ভুল ছিল না।

আবাহনীর প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে যদি আবাহনী হেরে যেত আর অন্য ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে যদি লিজেন্ড অব রূপগঞ্জ জিতে যায় তাহলে শিরোপা হারাতে হতো আবাহনীকে।

এমন সমীকরণে প্রাইম ব্যাংককে ৮৮ রানে হারিয়ে দেয় রূপগঞ্জ, আর আবাহনীর সামনে ৩১৮ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব! তানভীর হায়দার খেলেন ১৩২ রানের অপরাজিত ইনিংস।