• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আলাভেসকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০১৯, ০৯:২২
গোলের পর উল্লাসরত বার্সেলোনার লুইস সুয়ারেজ ও কার্লোস অ্যালেনা

আলাভেসের বিপক্ষে কাঙ্খিত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। কিন্তু শিরোপা উল্লাস করতে পারেনি। তাই আজ অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কাতালান ক্লাবটি।

আজ রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে অ্যাথলেটিকো হারলেই লা লিগার শিরোপা বার্সেলোনার ঘরে। অ্যাথলেটিকো না হারলেও যে খুব একটা সমস্যায় পড়তে হবে তা না। আর মাত্র ৩ পয়েন্ট হলেই শিরোপা ভালভার্দের শিষ্যদের।

গতরাতে আলাভেসের মাঠে আতিথেয়তা নিতে যায় বার্সেলোনা। মেসিকে ছাড়াই মূল একাদশ সাজান ভালভার্দে। বার্সেলোনার হয়ে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন লুইস সুয়ারেজ ও কার্লোস অ্যালেনা।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে বার্সেলোনা। ফল স্বরূপ ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। কিন্তু সুয়ারেজে শট গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসে। ফাঁকায় বল পেয়ে কুতিনহো শট করলে আলাভেসের ডিফেন্ডারের পায়ে লাগলে আর গোলের দেখা পায়নি বার্সা।