• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপের আগে সৌম্যর ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০১৯, ১৭:১৯
ছবি-সংগৃহীত

সমালোচকদের দেখিয়ে দিলেন সৌম্য সরকার। প্রমাণ করলেন বিশ্বকাপে বাংলাদেশ দলে তার জায়গা পাওয়াটা কোনও ভুল ছিল না।

বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে (লিস্ট ‘এ’ ও আন্তর্জাতিক ওডিআই মিলে), এই প্রথম কোনও ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার।

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের শেষ রাউন্ডে এই কীর্তি গড়েন আবাহনী লিমিটেডের হয়ে খেলা এই ব্যাটসম্যান।

তার অপরাজিত ২০৮ রানের ইনিংসে ভর করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে হারায় আবাহনী। এই জয়ে লিগ শিরোপাও ঘরে উঠল ধানমন্ডির ক্লাবটির।

রকিবুল হাসানকে পেছনে ফেলে ১৪৯ বলে ২০০ রান করেছেন সৌম্য। এর আগে ২০১৭ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এই আবাহনীর বিপক্ষে ১৩৮ বলে রকিবুলের ১৯০ ইনিংসটিই এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। আর সৌম্যর আগের সেরা ছিল ১৫৪ রান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
X
Fresh