• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক জয় দূরে বার্সেলোনার শিরোপা উল্লাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০১৯, ০৯:৫৩

চলতি মৌসুমের লা লিগার শিরোপা বার্সেলোনার ঘরে যাচ্ছে এটা অনেক আগেই নিশ্চিত হয়েছে। বাকি শুধু কাগজে-কলমে নিশ্চিত করা। টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপার দৌড়ে থাকা দলটি এবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে।

শনিবার ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে আতিথেয়তা দেয় বার্সেলোনা। চেনা মাঠে প্রতিপক্ষের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। তবে এদিনে বার্সার হয়ে আক্রমণভাগের কোনও খেলোয়াড় গোল পাননি। বার্সার হয়ে গোল পেয়েছে দুই ডিফেন্ডার। একজন ক্লেমো লংলে ও আরেকজন জর্ডি আলবা। অন্যদিকে সোসিয়েদাদের হয়ে একটি গোল পান হুয়ানমি।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। ম্যাচের ২৭তম মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিক ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। তবে প্রথম গোলের দেখা পেতে প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে বার্সাকে। ম্যাচের ৪৫ মিনিটের সময় স্বদেশি ফরোয়ার্ড উসমানে দেম্বেলের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার লংলে।