• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজ্জাকের পর অভিজাত ক্লাবে মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ এপ্রিল ২০১৯, ১৯:৩৫
ছবি- মাশরাফি বিন মুর্তজা

এক উইকেটের অপেক্ষায় ছিলেন। কিন্তু কোনভাবেই দেখা মিলছিল না কাঙ্খিত উইকেটের। অবশেষে সেই অপেক্ষা ফুরোলো। দেখা মিললো সেই উইকেটের। সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন এলিট ক্লাবে। যেখানে আগে থেকেই অপেক্ষা করছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

লিস্ট এ ক্রিকেটে পেস বোলার ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে প্রথম বোলার হিসেবে ৪’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির উইকেট ২৫৭টি, বাকি ১৪৩টি উইকেট ঘরোয়া ক্রিকেটে।

বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইরফান শুক্কুরকে নিজের তৃতীয় ওভারে বোল্ড করার মাধ্যমে এই কীর্তি অর্জন করেন মাশরাফি।

ম্যাশের আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি অর্জন করেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৪০০ উইকেট নিতে মাশরাফি খেলেছেন ২৮৭ ম্যাচ। অন্যদিকে আব্দুর রাজ্জাক খেলেছিলেন ২৬৯ ম্যাচ। এ ঘরানার ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার পর আছেন সাকিব আল হাসান। ৩০৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের বিশ্বরেকর্ড সুইং অব সুলতান খ্যাত ওয়াসিম আকরামের। পাকিস্তানী কিংবদন্তি নিয়েছেন ৮৮১ উইকেট। ৬৮৪ উইকেট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকান গ্রেট অ্যালান ডোনাল্ড।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষে মাশরাফি। ম্যাশ ২৫৮ উইকেট নিয়ে সাকিব আল হাসানের চেয়ে এগিয়ে আছেন ১১ উইকেট।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
X
Fresh