• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২০২২ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ এপ্রিল ২০১৯, ১৩:৫১
বাংলাদেশ দল || ছবি: বাফুফে

এশিয়ার সেরা ৩৪টি দলের মধ্যে থাকলে ২০২২ বিশ্বকাপের সোজা বাছাইপর্ব খেলতে পারত বাংলাদেশ। ৪৬টি দেশের মধ্যে র‌্যাংকিংয়ে ৪১তম অবস্থান হওয়ায় এবার প্রাক-বাছাইপর্ব পার করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ৩৬ থেকে ৪৬ তম স্থানে থাকা ১২টি দল নিয়ে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনের ম্যাচ আয়োজন করা হবে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লটারির মাধ্যমে নির্ধারিত হয় এশিয়ার নিচের সারির দেশগুলো ভাগ্য নির্ধারিত হয়েছে। লটারিতে ‘এ’ ও ‘বি’ দুই পটে রেখে ভাগ করা হয়েছে কাদের বিপক্ষে খেলবে কারা। পট ‘এ’ তে ছিল মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়া। পট ‘বি’ তে ছিল বাংলাদেশ, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এসেছে লাওসের নামটি। প্রতিটি দল লটারিতে ওঠা প্রতিপক্ষের বিপক্ষে দুই লেগে খেলবে। এর মধ্যে বিজয়ী ছয় দল নিয়ে এশিয়ার সেরা ৪০ দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্ব।

হোম-অ্যাওয়ে ভিত্তিতে চলতি বছরের ৬ জুন প্রথম লেগ ও ১১ জুন বাছাইয়ের দ্বিতীয় লেগে মাঠে নামবে বাংলাদেশ-লাওস।

২০১৮ সালের বিশ্বকাপে আগে বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হয়নি বাংলাদেশের। কারণ সেসময় র‌্যাংকিংয়ের ৩৪তম অবস্থানে ছিল বাংলাদেশ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh