• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৪৩
ছবি সংগৃহীত

আগে থেকেই বলা হয়েছিল বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি ঘোষণা করা হবে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডও।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেনস হলে এক সংবাদ সম্মেলনে এ বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ সদস্যের সঙ্গে যুক্ত হবেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও বাঁহাতি স্পিনার নাঈম হাসান। দুজনেই প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে।

ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী রাব্বি ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়াচ্ছেন। অবশেষে তার সুফল পেলেন রাব্বি। সর্বশেষ বিপিএলেও তার ব্যাট হেসেছিল। বর্তমানে ডিপিএলে খেলছেন ব্রাদার্সের হয়ে। এখন পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে ৪০.২৬ গড়ে করেছেন ১৬৯১ রান।

অপরদিকে বাঁহাতি স্পিনার নাঈম হাসানের টেস্ট অভিষেক হলেও সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি। ৩৬ টি লিস্ট এ ম্যাচ খেলা নাঈম হাসানের ঝুলিতে রয়েছে ৪৬ উইকেট।

মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ত্রিদেশীয় সিরিজ।

৫ মে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজরা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। রাউন্ড রবিন লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। এরপর ১৭ মে হবে টুর্নামেন্টের ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, ইয়াসির আলী।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh