• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দেশবাসীকে সাকিব ও সৌম্যের নববর্ষের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ এপ্রিল ২০১৯, ১৩:০৩

জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করেছে বাঙালি জাতি। ১৪২৫ সালকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪২৬। বাংলা নববর্ষের এমন দিনে জাতীয় দলের সতীর্থদের কাছে পাচ্ছেন না টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

আইপিএল খেলতে ভারতে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। তবে মনটা দেশেই পড়ে আছে। দেশে না থাকলেও দেশবাসীকে নতুন বছরে শুভেচ্ছা জানাতে ভুল করেননি সাকিব। একইসঙ্গে ভক্তদের নববর্ষের শুভেচ্ছায় সিক্ত করেছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারও।

বাংলা নববর্ষের উৎসবে একাত্ম হয়ে সাকিব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’ হ্যাশট্যাগ দিয়েছেন, #বাংলানববর্ষ১৪২৬

১৪২৫ সনকে বিদায় জানিয়ে ১৪২৬ কে বরণ করে নিয়ে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ফেসবুকে নিজের ফেরিফাইড পেজে লিখেছেন, ‘পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ ১৪২৬!’

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
X
Fresh