• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গেইলের আক্ষেপ এক রানের

স্পোর্টস ডেস্ক

  ১৩ এপ্রিল ২০১৯, ২২:২৯
ছবি- সংগৃহীত

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল নিজেকে ‘ইউনিভার্স বস’ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের আতঙ্ক গেইলকে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলামে কিনতে চায়নি কেউ। তৃতীয়বারের ডাকে সাড়া দেয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।

সেই গেইল এবারের আসরের প্রথম ম্যাচেই রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেন ৭৯ রানের ইনিংস। উইলো হাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগটা একেবারেই খারাপ কেটেছিল তার। এরপর দেশের হয়ে তুলোধুনো করেছিলেন ইংল্যান্ডকে।

এই যে শুরু তার প্রভাব টেনে এনেছেন আইপিএলেও। এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছেন তিনি ৭৯, ২০, ৪০, ৫, ১৬, ৬৩ আর আজ আবারও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেললেন অপরাজিত ৯৯ রানের ইনিংস।

শনিবার আইপিএলের ২৮তম ম্যাচে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় টানা ৬ ম্যাচে হেরে যাওয়া বেঙ্গালুরু।

শুরুতে ধীরে রান তুললেও পাঞ্জাব কিংস ক্রিস গেইল রান তুলতে থাকেন দ্রুত। মাত্র ৬৪ বলে ১০টি চার আর ৫টি ছয়ে করেন ৯৯ রান।

ইনিংসের শেষ বলে শতক পূরণের জন্য লাগে পাঁচ রান। তবে পাঁচ রান নিতে না পারলেও ঠিকই বাউন্ডারি হাঁকান পাঞ্জাবের এই ওপেনার। তাতে ৯৯ রানেই থামতে হয় গেইলকে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh