• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ত্রিদেশীয় সিরিজে ক্যারিবীয় দলে নেই আইপিএল তারকারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ এপ্রিল ২০১৯, ১১:৪৬

বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ ও উইন্ডিজ। এ সিরিজকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। যেখানে বাদ পড়েছেন আইপিএল মাতানো তারকা ক্রিকেটাররা।

নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রেখে ১৪ সদস্যের দল সাজিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে বাদ পড়েছেন ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েটরা, আলজারি জোসেফরা। যদিও তাদের বাদ পড়ার কারণ হিসেবে বিশ্রাম দেয়ার কথা বলা হয়েছে ক্যারিবীয়না বোর্ড থেকে।

আগামী ৫ থেকে ১৭ মে পর্যন্ত ডাবলিনের এই টুর্নামেন্টটিতে স্বাগতিক আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া তৃতীয় দল হিসেবে রয়েছে বাংলাদেশ।

অভিজ্ঞতাসম্পন্ন তারকা ক্রিকেটারকে বাইরে রেখে দল সাজানোর বিপরীতে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তও নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রায় এক বছরেরও বেশি সময় পর দলে ডাকা হয়েছে বিশ্বকাপের বাছাইপর্বে উইন্ডিজের জার্সিতে খেলা পেসার শ্যানন গ্র্যাবিয়েলকে। তাছাড়া দুই বছর পর দলে ফিরেছেন জোনাথন কার্টার। এছাড়া অভিষেকের অপেক্ষায় রয়েছেন শন ডওরিচ।

এদিকে এই টুর্নামেন্টে উইন্ডিজরা নতুন হেড কোচ ফ্লয়েড রেইফারের অধীনে প্রথম মাঠে নামবে। এর আগে রিচার্ড পাইবাসকে সরিয়ে রেইফারকে অস্থায়ী হেড কোচ হিসেবে নিয়োগ দেয় উইন্ডিজ বোর্ড।

অন্তর্বর্তীকালীন নতুন কোচ রেইফার দেশের জার্সি গায়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । ২০০৯ সালে ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে মনোনিবেশ করেন বার্বাডোজের রেইফার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে কোচিংয়ে সাড়া জাগানোর পর ২০১৮ শেষদিকে বাংলাদেশের বিরুদ্ধে সিনিয়র দলের টি-২০ সিরিজ জয়েও দলের দায়িত্বে ছিলেন রেইফার।

আগামী ৫ মে ডাবলিনে প্রথম ম্যাচে আইরিশদের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিদেশীয় সিরিজের জন্য উইন্ডিজ দল:
জেসন হোল্ডার (অধিনায়ক), জন চ্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, শন ডওরিচ এবং জোনাথন কার্টার।

এএ/এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh