• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাঠে গিয়ে খেলা দেখতে দর্শকদের আহ্বান জানালেন জয়া (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৯, ১৩:৩৬
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলের সঙ্গে টুর্নামেন্টের শুভেচ্ছা দূত অভিনেত্রী জয়া আহসান

কয়েক দিন পরই শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই আয়োজনের শুভেচ্ছা দূত। ইতোমধ্যে তিনি কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগানো, তাদের পাশে থাকার মতো বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শুক্রবার বিএফএফ এলিট একাডেমিতে আয়োজিত ওমেন্স ফুটবল ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টটির শুভেচ্ছা দূত অভিনেত্রী জয়া আহসান।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সঙ্গে জড়িত হতে পেরে নিজেকে গর্বিত মনে করে জয়া আহসান বলেন, আমার খুব ভালো লাগছে। আমি বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী। এমন একটি উদ্যোগ নেয়ার জন্য ও বাংলাদেশের মেয়েদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য বাফুফে ও কে-স্পোর্টস কে ধন্যবাদ জানান। পাশাপাশি এ টুর্নামেন্ট শুরুর প্রথম থেকে সাপোর্ট দেয়ায় আরটিভিকেও ধন্যবাদ জানান।