• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলের টাকা ফেরত চেয়ে স্টার্কের মামলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৯, ১৮:২৯

বীমা সংস্থার বিরুদ্ধে মামলা করলেন মিচেল স্টার্ক। গেল বছর চোটের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটিও ম্যাচে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার। কারণ তার আগেই টেস্ট সিরিজে তিনি চোট পান। যে কারনে আইপিএল থেকে ছিটকে যান তিনি।

টেস্টের আগেই তিনি এক বীমা সংস্থার সংঙ্গে চুক্তি করেছিলেন। ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০১৮-এর মধ্যে তিনি ৯৭ হাজার ৯২০ ডলার প্রিমিয়ামও দিয়েছিলেন।

সিডনি মর্নিং হেরাল্ডের জানাচ্ছে, চুক্তির বীমা করিয়েছিলেন ১.৫৩ মিলিয়ন ডলারের। খেলতে না পারলেও এই টাকা অস্ট্রেলিয়ান তারকার পাওয়ার কথা। কিন্তু তিনি সেটা পাননি। আর সে কারণেই এই মামলা করেছেন তিনি।

১০ মার্চ থেকে শুরু হওয়া টেস্টে পোর্ট এলিজাবেথে কাফ মাসলে ব্যথা অনুভব করতে শুরু করেন র্স্টাক।

চিকিৎসকরা জানায়, বল করার সময় কাফ মাসলে ব্যথা অনুভব করে র্স্টাক। ব্যথা ক্রমশ বাড়তে থাকে। এর পর ও আর খেলতে পারেনি। সেটা দেখা যায় গ্রেড থ্রি টিবিয়াল চোট। যার মানে ওর ডান পায়ের হার ভেঙে গিয়েছিল।

এর পর সেই সংস্থার সঙ্গে বীমার টাকার বিষয়ে যোগাযোগ করা হয়। তারা জানায় চোটের জন্য খেলতে পারেননি স্টার্ক তাই তিনি টাকা পাবেন না।

২২ নভেম্বর ২০১৮তে সেই ইমেল আসে। এক বছর হয়ে গেলেও গতি তারকা চুক্তি অনুযায়ী টাকা না পাওয়ায় শেষ পর্যন্ত মামলা করেছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
টস হেরে ফিল্ডিংয়ে রাজস্থান রয়্যালস
X
Fresh