• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানকাড বৈধ হলে এভাবে রান কেনো বৈধ নয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৯, ১২:৩১

বর্তমান সময়ে ক্রিকেটের আলোচনায় মানকাড আউট। এ নিয়ে বিতর্ক থাকলেও অবৈধ নয়। একজন বোলার যদি মানকাডের সাহায্য নিতে পারেন তাহলে একজন ব্যাটসম্যান কেনো এভাবে রান নেয়া থেকে বিরত থাকবেন?

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইংল্যান্ডের পূর্ব সাসেক্সে অবস্থিত আইকনিক ক্রিকেট ব্যান্ড গ্রে-নিকোলস তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে নন স্ট্রাইক ব্যাটসম্যানের রান নেয়ার পদ্ধতি নিয়ে এক হাস্যকর পরিবেশ সৃষ্টি করেছে। যা দেখে অনেকে বলছেন মানকাড বৈধ হলে এভাবে রান নেয়াও বৈধ।

ভাইরাল হওয়া ভিডিওটি অজোপাড়া গাঁয়ে বাচ্চাদের খেলার দৃশ্য। যেখানে অদ্ভূতভাবে রান নিতে দেখা যায় এক ব্যাটসম্যানকে।