• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জুভিদের!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৯, ১১:১৪

এবারের মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে লিওনেল মেসির বার্সেলোনা আর ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। যেখানে রোনালদোর জুভেন্টাস মেসির বার্সেলোনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা ঘরে তুলবে!

এমনই এক ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার। এটি এক ধরনের বিশেষ প্রযুক্তি। জটিল সব সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা এই কম্পিউটার ব্যবহার করে থাকেন। এর ফলাফল প্রায়ই নিখুঁত হয়।

সুপার কম্পিউটারের বিশ্লেষণ বলা হয়েছে, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বার্সেলোনা ও জুভেন্টাস সেমিফাইনাল খেলবে। সেখানে বার্সেলোনা ও জুভেন্টাস তাদের প্রতিপক্ষকে পরাজিত করে ১ জুনের ফাইনালে মুখোমুখি হবে।

জমজমাট ফাইনালের জুভেন্টাস ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলবে।