• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কোয়ার্টারে আগুয়েরো-হ্যারিকেনের লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৯, ১০:৪০

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আজ। আজ দুটি ম্যাচে একই সময়ে মাঠে গড়াবে। ইংলিশ ক্লাব লিভারপুল ও পর্তুগিজ ক্লাব পোর্তো। দ্বিতীয় ম্যাচটিতে হবে অলইংলিশ লড়াই। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানসিটির মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার।

দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে। খেলা ‍দুটি দেখাবে সনি টেন টু ও সনি টেন ওয়ান।

অল ইংলিশ ম্যাচটিই আজকের দিনের হাইভোল্টেজ ম্যাচের তকমা পেয়েছে। ম্যানসিটি এদিন টটেনহ্যামের নতুন মাঠে খেলতে নামবে। ম্যানসিটি এবারের মৌসুমে কোয়াড্রাপল জয়ের রেসে রয়েছে। ইতোমধ্যে তারা লিগ কাপের শিরোপা নিশ্চিত করেছে। এফএ কাপের ফাইনালে উঠেছে আর প্রিমিয়ার লিগে এক ম্যাচ কম খেলে রয়েছে দ্বিতীয় স্থানে। তাই কোয়াড্রাপল জিততে হলে টটেনহ্যাম বাধা তাদের পেরুতে হবেই।

এদিকে এ ম্যাচের আগে সুসংবাদ রয়েছে ম্যানসিটি ভক্তদের জন্য। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো।

পুরো মৌসুমে ধারাবাহিকতার বিচারে ম্যানসিটির ধারে কাছে নেই কেউই। প্রায় সব প্রতিপক্ষকেই রীতিমত উড়িয়ে দিয়েছে গার্দিওলার শিষ্যরা। ইংল্যান্ডে ছড়ি ঘোরালেও ইউরোপে তেমন সাফল্যের দেখা পাননি গার্দিওলা। অবশ্য শুধু গার্দিওলা ছাড়াও ইউরোপে তেমন সাফল্য পায়নি সিটি। ২০১৫-১৬ মৌসুমে সেমিফাইনালের পর আর এগুনো হয়নি তাদের। তবে এবার যেন ভাগ্য পরিবর্তনে রীতিমত বদ্ধপরিকর সিটি।

গত মৌসুমে লিভারপুলের কাছে হেরেকোয়ার্টার থেকেই বিদায় নিয়েছিল সিটি। এবার অবশ্যই এমন কিছুর পুনরাবৃত্তি এড়াতে চাইবেন সাবেক বার্সেলোনা বস। শুধু সিটি-স্পার্স নয়, দ্বৈরথের উত্তাপ ছড়াবে ডাগআউটেও। অবশ্য মুখোমুখি লড়াইয়ে সিটি যেমন এগিয়ে আছে স্পার্সের চেয়ে, ঠিক তেমনি পচেত্তিনোর চেয়েও এগিয়ে আছেন গার্দিওলা।

আট বছর আগে শেষবার কোয়ার্টারে খেলেছিল স্পার্স। মরিসিও পচেত্তিনোর অধীনে তারুণ্য নির্ভর দুর্দান্ত এক দল গড়েছে তারা। ন্যু ক্যাম্পের মত স্টেডিয়ামে ড্র করে এসেছে স্পার্স। এই মৌসুমের সব ‘হোম’ ম্যাচ ওয়েম্বলিতে খেলেছিল পচেত্তিনোর দল। গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে নতুন স্টেডিয়ামে শুরুটা ভালোই হয়েছে স্পার্সের। সিটির বিপক্ষেও প্রিমিয়ার লিগের মত ইউরোপের শুরুটাও জয় দিয়েই করতে চাইবে তারা।

সম্ভাব্য মূল একাদশ
টটেনহাম হটস্পার (৩-৪-৩):

লরিস, সানচেজ, অল্ডারওয়েরেল্ড, ভার্টনহেন, ট্রিপিয়ের, আলি, সিসোকো, রোজ, সন, কেইন, এরিকসেন

ম্যানসিটি (৪-৩-৩):
এডারসন, ওয়াকার, লাপোর্তে, অটামেন্ডি, মেন্ডি, গুন্ডোয়ান, ফার্নান্দিনহো, ডি ব্রুইন, সানে, আগুয়েরো, স্টার্লিং

অন্যম্যাচে একই সময় পতুর্গিজ ক্লাব পোর্তোর বিপক্ষে লড়বে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। সালাহ গোলে ফেরায়, স্বস্তিতে লিভারপুল বস ইয়ুর্গান ক্লপ। আর অ্যানফিল্ডে খেলা বলে শঙ্কায় পোর্তো।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
ফের এফএ কাপের ফাইনালে সিটি
X
Fresh