• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অভিষেকেই সেরা বোলিং ফিগারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০১৯, ১১:২৮
অভিষিক্ত আলজারি জোসেফকে নিয়ে জয় উদাপনে ব্যস্ত মুম্বাই ইন্ডিয়ানস দল

টি-টোয়েন্টিতে একজন বোলার চার ওভার অর্থাৎ মোট ২৪টি বল করতে পারেন। এরমধ্যে ১৬টি বলই ডট। অন্যদিকে ব্যাটসম্যানরা তুলতে পেরেছেন মাত্র ১২ রান। বিনিময়ে ছয় ছয়টি উইকেট লুফে নিয়েছেন তরুণ বোলার আলজারি জোসেফ।
অভিষেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার । ডান-হাতি এই পেসারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ফলে মাত্র ১৩৬ রান তাড়া করতে নেমেও ৪০ রানে ম্যাচ হারতে হলো ২০১৬ সালের চ্যাম্পিয়নদের।

শনিবার টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদের দলটি। মুম্বাইয়ের ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিতে পারেননি। শেষদিকে ২৬ বলে কায়রন পোলার্ডের ৪৬ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় রহিত শর্মার দল।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শুরুটা মুম্বাইয়ের চেয়ে ভালো করে। তবে দুই ওপেনার জনি বেয়ারস্টো (১৬) ও ডেভিড ওয়ার্নার (১৫) আউট হতেই পরপর উইকেট পড়তে থাকে হায়দরাবাদের।