• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বসেরা বাইক স্টান্টারের হাতে বাংলাদেশের পতাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ডিসেম্বর ২০১৬, ১২:৩৩

বিশ্বের অন্যতম সেরা নারী বাইক স্টান্টার ক্রিশচিয়ানা লি বিলিংসের হাতে বাংলাদেশের পতাকা দিলেন বাংলাদেশের তরুণ বাইক স্টান্টার চিন্ময় সরকার।

মালয়েশিয়ার 'কুয়ালালামপুর বাইক উইক ২০১৬'তে অংশ নিতে আমেরিকা থেকে এসেছেন ক্রিশচিয়ানা বিলিংস। অপরদিকে এ আয়োজনের সাক্ষী হতে ঢাকা থেকে উড়ে গিয়েছেন বাইকপ্রেমী ও রোড রাইর্ডাজ (আরআরজেডের) স্টান্টার চিন্ময়।

ফ্রিস্টাইল স্টান্টার বিলিংস 'হার্লি ডেভিসনে'র ট্যাগে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে বিচিত্র খেলা প্রদর্শন করেন।

বিলিংসের স্টান্ট শো শেষ হবার পর ফোনে আরটিভি অনলাইনে অনুভূতি জানালেন চিন্ময়।

'হঠাৎ করেই বিলিংয়ের কাছে যাবার সুযোগ পেলাম। সুযোগটি কাজে লাগিয়ে নিজের দেশের পতাকা তার হাতে তুলে দিয়ে বাংলাদেশে বাইকারদের নিয়ে নানা গল্পে মেতে উঠলাম। জানালাম আমাদের পরিকল্পনা। এসময় বাংলাদেশ বাইকার ইউনিটির প্রতিষ্ঠাতা জুবায়ের আজমও সঙ্গে ছিলেন।'

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh