• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্টোকসকে কাঁদিয়ে ব্র্যাথওয়েটের উল্লাসের দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০১৯, ১৩:৫১

৩ এপ্রিল ২০১৬। বিশ্ব ক্রিকেটে এই দিনটিকে অবশ্যই ভুলতে চাইবে ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড। বিশেষ করে বলতে হবে বেন স্টোকসের নামটি। ইংলিশ দলের আর কেউ না হউক অন্তত তিনি চাইবেন এই দিনটি যেন তার স্বপ্নের মধ্যেও না আসে। আসুন পাঠকরা যেনে নেই এদিন এমন কী ঘটেছিল যে বেন স্টোকস কেঁদেছিলেন আর তার পাশেই উল্লাস করছিলেন কার্লোস ব্র্যাথওয়েট।

ঘটনাটি ঘটেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে। ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হয়েছিল আসরে দুই সেরা দল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড সমর্থকরা যখন ধরে নিয়েছিল যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের দ্বিতীয় শিরোপা তাদের ঘরেই উঠতে যাচ্ছে তখনই অবিশ্বাস্য এক ইনিংস খেলে জয়ের নায়ক বনে যান অচেনা ব্র্যাথওয়েট।

শেষ ওভারে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ১৯ রানের। উইন্ডিজদের হাতে তখনও চার উইকেট। মাঠে অপরাজিত দুই ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও ব্র্যাথওয়েট। বোলিংয়ের জন্য প্রস্তুত স্টোকস। যিনি তার প্রথম দুই ওভারে মাত্র ১৭ রান দিয়েছিলেন। অপরপ্রান্তে তাকে মোকাবিলা করতে প্রস্তুত ব্র্যাথওয়েট। যার সংগ্রহ তখন মাত্র ১০ রান।