• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসিকে ‘ঈশ্বর’ ডাকতে নিষেধ করলেন পোপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০১৯, ০৯:১৮

বার্সেলোনা সমর্থকদের কাছে লিওনেল মেসি হচ্ছেন গড। ‘D10S’ (সংখ্যা বা অক্ষরের একটি ক্রম) যা স্প্যানিশ ভাষায় ‘দিওস’ (ইংরেজিতে গড)। মেসির জার্সি নম্বরও ‘১০’। কিন্তু ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মতে, মেসিকে ‘ঈশ্বর’ ডাকা বন্ধ করা উচিত।

রোববার (৩১ মার্চ) স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতায় দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে ‘ঈশ্বর’ ডাকতে নিষেধও করেছেন পোপ ফ্যান্সিস।

পোপ বলেন, তত্ত্ব অনুসারে, এটা (মেসিকে ‘ঈশ্বর’ ডাকা) অপবিত্রকরণ। আপনি এটা করতে পারেন না।

তিনি বলেন, কে তাকে ঈশ্বর ডাকতে পারে কিংবা ‘মি আপনার পূজা করি’ বলতে পারে। কিন্তু একমাত্র ঈশ্বরের আরাধনা করা যায়।