• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফেদেরারের ১০১

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৯, ১১:৪২
রজার ফেদরার

জন ইসনারকে সরাসরি সেটে হারিয়ে মায়ামি ওপেন টেনিসের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। এটা সুইজারল্যান্ডের মহাতারকার ক্যারিয়ারের ১০১ ও ২৮তম মাস্টার্স শিরোপা।

মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ছয় ফুট দশ ইঞ্চি উচ্চতার ইসনারের সার্ভকে নিষ্ক্রিয় করতে সমর্থ হন ৩৭ বছর বয়সী ফেদেরার।

উল্টো ৩৫ পয়েন্টের মধ্যে ৩২ পয়েন্ট জিতে নেন সার্ভে। ২৪ মিনিটে ৬-১ গেমে প্রথম সেট নিজের করেন সুইস কিংবদন্তি। দ্বিতীয় সেটে মার্কিন তারকা ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও কোনো ভুল করেননি ২০টি গ্র্যান্ড-স্লামের মালিক। ৬-৪ গেমে জিতে চতুর্থবারের মতো মায়ামি ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন ফেদেরার।

জয়ের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত ফেদেরার বলেন, অসাধারণ একটি সপ্তাহ কাটলো আমার। এটা অবিশ্বাস্য, আমি ১৯৯৯ সালে প্রথম মায়ামিতে খেলি আজ ২০১৯ সালেও এখানে দাঁড়িয়ে। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার ব্যাপার।

বছরের দ্বিতীয় এটিপি শিরোপা জেতা ফেদেরার বাকি টুর্নামেন্টেও অন্যদের জন্য সতর্ক সংকেত দিলেন। মার্চের শুরুতে দুবাই চ্যাম্পিয়নশিপ ঘরে তোলেন টেনিসের চতুর্থ র‌্যাংকিংধারী ফেড এক্সপ্রেস।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh