• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিসিবি’র ভাবনায় বিশ্ব-একাদশের বিপক্ষে ম্যাচ

স্পোর্টস ডেস্ক

  ২৬ মার্চ ২০১৯, ২০:৩২
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন

বাংলাদেশের বিশেষ দিবসগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রীতি ম্যাচের আয়োজন করে থাকে প্রতিবার। স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে লাল দল বনাম সবুজ দল বা শহীদ মুস্তাক একাদশ বনাম শহীদ জুয়েল একাদশের খেলার আয়োজন করে দিনটাকে স্মরণ করে বিসিবি।

আজ মহান স্বাধীনতা দিবসে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বনাম বিসিবির কর্মকর্তাদের মধ্যে প্রীতি ম্যাচ।

ম্যাচটা উপভোগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে ম্যাচ শেষে তিনি যা শোনালেন তাতে দেশের ক্রিকেট ভক্তদের জন্য খুশির সংবাদই বটে।

ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আর ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্ব একাদশ ও বাংলাদেশ একাদশের বিশেষ একটা ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি।