• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২২ স্বর্ণ নিয়ে ফিরেছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৯, ১৯:৫৯

স্পেশাল অলিম্পিক গেমসে ২২ টি স্বর্ণ, ১০ টি রুপা ও ৬ টি ব্রোঞ্জ পদক লাভ করেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা দারুণ এই সাফল্য নিয়ে আবুধাবিতে থেকে দেশে ফিরেছে।

স্পেশাল অলিম্পিকের এবারের আসরে ১৬০ টি দেশের প্রায় ৭ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ১১ টি ডিসিপ্লিনে অংশ নিয়েছিল বাংলাদেশ।

শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানান। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যে দেশবাসীর সাথে আমিও আনন্দিত ও গর্বিত। আমাদের ছেলেমেয়েরা তাদের অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমি আশা করি আগামীতে আমরা আরো ভালো ফলাফল অর্জন করব। আমরা অচিরেই খেলোয়াড়দের উন্নত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করব।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh