• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০১৯, ১৩:০৭
জয়ের পর উদযাপন করছেন আফগানিস্তানের ক্রিকেটাররা

২০১০ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ, ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৭ সালে আইসিসির পূর্নাঙ্গ সদস্যপদ লাভের পর ভারতের বিপক্ষে গেল বছর অভিষেক টেস্টে খেলতে নেমেছিল আফগানিস্তান। ওই ম্যাচটিতে একতরফা হারতে হয়েছিল আফগানদের৷ আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল যুদ্ধ বিধ্বস্ত দেশটি৷

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড ও আফগানিস্তান দু’দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট হারে পাকিস্তানের বিপক্ষে। এবার মুখোমুখি সাক্ষাতে আইরিশদের পর্যুদস্ত করেছে আফগানিস্তান।

দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে প্রথম জয়টি এসেছে সাত উইকেটে। প্রায় দেড় দিন হাতে রেখেই।

এর আগে শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। এগারো নম্বর ব্যাটসম্যান টিম মুর্তাঘের হাফসেঞ্চুরিতে (অপরাজিত ৫৪) ভর করে আইরিশরা প্রথম ইনিংসে ১৭২ রান তোলে।