• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপের আগে আইপিএল মাতাতে ভারতে স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০১৯, ১১:৫৪

গেল বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল বিকৃত করে অভিযুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।
স্মিথ-ওয়ার্নারকে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নয় মাসের নির্বাসনে ছিলেন ব্যানক্রফট। এই তিন ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে সাজা মাথা পেতে নিয়েছিলেন। কেউই সাজা কমানোর কোনও আবেদন করেননি বোর্ডের কাছে।

যদিও ব্যানক্রফটের শাস্তি শেষ হয়েছে গত ২৯ ডিসেম্বর। অন্যদিকে স্মিথ-ওয়ার্নারের নিশেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ২৯ মার্চ। কিন্তু তারা দুইজনেই ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম সপ্তাহ থেকেই খেলতে পারবেন।

ভারতে পা রাখার আগে এই দুই অজি ক্রিকেটারই দুবাইয়ে গিয়ে অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গে দেখা করে এসেছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে অজিরা। বিশ্বকাপের আগে ২৩ মার্চ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে দলটি।

---------------------------------------------
আরও পড়ুন : মেসির রেকর্ডময় রাত
---------------------------------------------