• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মেসির রেকর্ডময় রাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০১৯, ০৮:১২

বার্সেলোনা জার্সিতে মাঠে নামলেই লিওনেল মেসির নামটি আরও মসৃণ হয়। লা লিগা ম্যাচে ফের নতুন নতুন রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা। রিয়াল বেটিসের বিপক্ষে খেলতে নেমে নয়া নজির গড়লেন তিনি।

অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সের রাতে অনবদ্য জয় পেয়েছে কাতালানরা। রোববার বেটিসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় আদায় করে নিয়েছে ব্লাউগ্রানারা। হ্যাটট্রিক তুলে নিয়েছেন মেসি। অন্যদিকে একটি গোল করেছেন লুইস সুয়ারেজ। প্রতিপক্ষ শিবির থেকে একটি গোল শোধ করেন লরেন মোরোন।

এদিন মাঠে নেমেই মেসি বার্সার হয়ে সর্বকালীন একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন৷ স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে এটি তার ৬৭৪ নম্বর ম্যাচে৷ ছুঁয়ে ফেলেন দলটির কিংবদন্তি আন্দ্রে ইনিয়েস্তাকে।

মেসির মতো স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই মিড ফিল্ডার বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচে অংশ নিয়েছের। এখন আর্জেন্টাইন মহারাজের সামনে শুধু জাভি। যদিও বার্সার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন স্পেনের সাবেক এই তারকা।