• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কার স্বপ্ন পূরণের দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মার্চ ২০১৯, ০৮:৫৭

১৭ মার্চ ১৯৯৬ বিশ্ব ক্রিকেটে বিশেষ একটি দিন হলেও শ্রীলঙ্কার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এর কারণ এদিন তারা ক্রিকেট বিশ্বকাপে এশিয়ার তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার আগে ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়ন হলেও শ্রীলঙ্কা ছিল শিরোপা শূন্য। ব্যবসায়ীক অংশীদারীত্বের কারণে এ প্রতিযোগিতাটি উইলস বিশ্বকাপ নামে পরিচিতি পায়।

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন তৎকালীন লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

অস্ট্রেলিয়া দলে মার্ক টেইল, মার্ক ওয়াহ, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, শেন ওয়ার্ন, ইয়ান হিলি, গ্লেন ম্যাকগ্রা যেমন ছিলেন তেমনি লঙ্কান দলে ছিলেন সানাৎ জয়াসুরিয়া, কালুভিতারানা, গুরুসিনহা, ডি সিলভা, রানাতুঙ্গা, রোশন মাহানামা, কুমার ধর্মসেনা, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরণরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানে মার্ক ওয়াহকে হারায় অস্ট্রেলিয়া। এরপর মার্ক টেইলর-পন্টিং মিলে শতরানের জুটি গড়েন। টেইলরকে (৭৪) বিদায় করে জুটি ভাঙেন ডি সিলভা। এর কিছুক্ষণ পর পন্টিংও (৪৫) বিদায় নেন। শেষ দিকে স্টুয়ার্ট ল, মাইকেল বেভানদের কল্যাণে দলীয় সংগ্রহ ৭ উইকেটে ২৪১ রানে গিয়ে দাঁড়ায়।