• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ দল নিরাপদ জেনে বিরাট, শোয়েব, আফ্রিদিদের স্বস্তি

স্পোর্টস ডেস্ক

  ১৫ মার্চ ২০১৯, ১৮:১৫

আর একটু হলে ক্রিকেট অধ্যায়ের সবচেয়ে কালো দিন ঘটে যেত আজ শুক্রবার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ৩ বাংলাদেশিসহ ৪৯ জন। এই তালিকায় যোগ হতে পারতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।

স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুর দেড়টার দিকে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলা চালায় ২৮ বছর বয়সী এক এক অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্ট। মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করেন সাধারণ মানুষদের।

ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও। কিন্তু সংবাদ সম্মেলন থাকায় কিছুক্ষণ দেরি করে বের হওয়ায় বেঁচে গেছেন ক্রিকেটাররা

এরপর হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে আশ্রয় নেন খেলোয়াড়রা। সেখানে অবরুদ্ধ থাকতে হয় প্রায় দুই ঘণ্টা।