• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

'সব ধরনের নিরাপত্তা জোরদার করেই পরবর্তীতে সফর'

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০১৯, ১৩:০৬

নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলের সফর অবস্থায় দেশটিতে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তবেই পরবর্তী কোনো সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো হবে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, যে দেশেই দল যাক না কেন, দলের জন্য মিনিমাম রিকোয়ার্ড সিকিউরিটি আমাদের এনশিওর করতে হবে। এটা যারা দিতে পারবে, তাদের ওখানেই আমরা খেলেতে যেতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট আরো বলেন, খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ইতোমধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা দেশ থেকে টিকিটের ব্যবস্থা করছি।