• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লঙ্কান কোচের পদও হারাচ্ছেন হাথুরু?

স্পোর্টস ডেস্ক

  ১৪ মার্চ ২০১৯, ২৩:০৭

হাথুরু সিংহে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বটা নিজেই ছেড়ে দিয়েছিলেন। ২০১৪ সালে অখ্যাত কোচ হিসেবে যোগ দেয়া হাথুরু সিংহে ২০১৭ সালের সেপ্টেম্বরে চাকরির মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেন একরকম বিখ্যাত হয়ে। নিজের দেশ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজী হয়ে চলে যান হাথুরু।

২০১৮ সালের জানুয়ারিতে লঙ্কান দলের প্রধান কোচ হিসেবে যোগ দেয়ার পর ১৫ মাসে পা দিল লঙ্কান ক্রিকেট বোর্ডে চাকরির বয়স। এই কয়েক মাসে হাথুরু দায়িত্ব পান নির্বাচকের। আবার দ্বায়িত্বচ্যুতও হন।

যেমনটা বাংলাদেশে করেছিলেন। ঠিক তেমনটাই শক্তি প্রয়োগ করতে চেয়েছিলেন লঙ্কান বোর্ডেও। তবে পেরে উঠলেন কই! নির্বাচকের দায়িত্ব হারানোর পর এবার কোচের পদও চাড়তে হচ্ছে। তেমনটাই বলছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ‘ক্রিকইনফো’।

--------------------------------------------------
আরো পড়ুন: যোগ দিয়েই ব্রাজিলের তরুণকে রিয়ালে ভেড়ালেন জিদান
--------------------------------------------------