• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সতর্ক থেকে আইপিএল খেলার পরামর্শ সাকিবকে

স্পোর্টস ডেস্ক

  ১৪ মার্চ ২০১৯, ১৬:৫০

নিউজিল্যান্ড সফরে সাকিবের না থাকাটা বাংলাদেশকে কতটা ভুগিয়েছে সেটা সকলেরই দেখা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফাইনাল ম্যাচে বাঁহাতের আঙ্গুলে চোট পান সাকিব আল হাসান।

যে জন্য সাকিবের যাওয়া হয়নি নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলার জন্য। এর ভেতর এই বাঁহাতি অলরাউন্ডার কাজ করেছেন পুনর্বাসনের।

গত কয়েকদিন ধরে অনুশীলনও করছেন নিয়মিত মিরপুরের একাডেমি মাঠে এসে।

--------------------------------------------------
আরো পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রুবেল
--------------------------------------------------

দেশের হয়ে নিউজিল্যান্ড সফরে খেলতে না পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য। বিশ্বকাপের আগে সাকিবের খেলায় ফেরাটা জরুরী বলেই বিসিবি অনুমতি পত্রও দিয়েছে তাকে।

এ নিয়ে বিসিবি মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, আইপিএলে খেলতে সাকিবকে অনুমতিপত্র না দেওয়ার কোনও কারণ আছে বলে আমি মনে করি না। আমরা এরই মধ্যে তাকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছি। সে সম্পূর্ণ সুস্থ থাকলে যেকোনো খেলাতেই অংশ নিতে পারবে। কিন্তু অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে যেন ইনজুরির কবলে না পড়ে।

জালাল ইউনুস আরও বলেন, কদিন পরেই বিশ্বকাপ। আমাদের মূল লক্ষ্য সাকিবকে বিশ্বকাপে পাওয়া।

আরো পড়ুন:

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh