• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোনালদোর হ্যাটট্রিকে কোয়ার্টারে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মার্চ ২০১৯, ০৯:০৭

রোনালদো বলেই সম্ভব সবকিছু। আর এ কথা যে মিথ্যা নয় তা আরো একবার প্রমাণিত হল গতকাল। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাটট্রিক করে গোটা দলকে নিয়ে গেলেন কোয়ার্টারে।

গতকালের হ্যাটট্রিকের আগে চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে জুভেন্টাসের হয়ে রোনালদোর গোল ছিল মাত্র একটি। অথচ এই চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিই তিনি। শেষ পর্যন্ত রোনালদো তার নামের মর্যাদা রেখেছেন। প্রমাণ করেছেন তিনি কেন সেরাদের একজন।

খেলা শুরুর আগে এ ম্যাচে জুভিদের হয়ে কেউ বাজি ধরার সাহস দেখায়নি। কিন্তু একজন ছিলেন ব্যতিক্রম। তিনি হলেন ২০১৫-১৬ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের ভল্ফসবুর্গের কোচ দিয়েতর হেকিং। এর কারণ ঐ মৌসুমে ভল্ফসবুর্গ প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে রোনালদোর হ্যাটট্রিকে সেমিতে উঠেছিল রিয়াল।

ম্যাচের আগে ভল্ফসবুর্গের সাবেক কোচ দিয়েতর হেকিং বলেন, যদি কেউ পারে এটা, রোনালদোই পারবে। তার পক্ষে সবই সম্ভব।