• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জিদান আবারও রিয়াল মাদ্রিদে?

স্পোর্টস ডেস্ক

  ১১ মার্চ ২০১৯, ২২:৪৯

ইউরোপীযয়ান ফুটবল বিশেষজ্ঞ গিলম বেলগের মতে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ছেড়ে দেওয়ার মাত্র ৯ মাস পর আবারও কোচ হিসেবে জিনেদিন জিদান ফিরছেন রিয়াল মাদ্রিদে।

যদি তা হয় তাহলে মাত্র পাঁচ মাসেরও কম সময়ের জন্য দায়িত্বে থাকা সান্তিয়াগো সোলারি স্থলাভিষিক্ত হবেন এই ফরাসি বিশ্বকাপ জয়ী।

চ্যাম্পিয়নস লীগের তিনবার শিরোপা এনে দেয়া কোচ জিদান রিয়াল মাদ্রিদ ছাড়েন গত বছরের মে মাসে।

জিদান চলে যাওয়ার পর স্প্যানিশ এই ক্লাবটির দায়িত্ব নেন হুলেন লোপেতেগি। কিন্তু জিদানের পরিবর্তে দেখাতে পারেননি সফলতার ছিটে ফোঁটাও। তাই ব্যর্থতার দায়ে গত অক্টোবরে চাকরি হারান এই স্প্যানিশ কোচ।

লোপেতেগির বিদায়ের পর তার উত্তরসূরি হিসেবে আসেন সান্তিয়াগো সোলারি। শুরুতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া সোলারিকে গত ১৩ নভেম্বর ২০২১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে নিয়োগ দেয় রিয়াল।

আর্জেন্টাইন এই কোচের অধীনে শুরুটা ভালো হলেও দ্রুতই খেই হারিয়ে ফেলে তারকা সমৃদ্ধ দলটি।

এরপর স্প্যানিশ সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, খুব দ্রুতই বরখাস্থ হতে যাচ্ছেন ৪২ বছর বয়সী সান্তিয়াগো সোলারি।

বরখাস্ত হবেনাই বা কেন। মার্চের প্রথম সপ্তাহেই কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—তিনটি প্রতিযোগিতা থেকেই বাদ পড়েছে রিয়াল মাদ্রিদ।

এরপরই স্প্যানিশ গণমাধ্যমের গুঞ্জন, আবারও রিয়ালে ফিরছেন জিদান। এমন গুঞ্জন যদি সত্যিই হয়ে যায়? সেটাই আপাতত দেখার বিষয়।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
‘রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচটি দুর্দান্ত’
X
Fresh