• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৪১ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে সাত উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মার্চ ২০১৯, ১১:৪৫

বাংলাদেশকে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউটের পর। নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৩৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে ২২১ রান লিড নিয়ে সফরকারী ব্যাটসম্যানদের ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রথম ইনিংসে ৭৪ রানে ঝকঝকে ইনিংস খেললেও সোমবার দ্বিতীয় ইনিংসে নেমে তামিম ইকবাল ফিরেছেন ২ বলে ৪ রান করে। অন্যদিকে এবারও ফ্লপ মুমিনুল হক। ফাস্ট ডাউনে ব্যাট করতে নেমে ১৯ বলে ১০ রান করেন বাম-হাতি এই ব্যাটসম্যান।

দলীয় ৫৫ রানের মাথায় ২৯ বলে ২৮ রান করা সাদমান ইসলামও মাঠ ছাড়েন।

কিউইদের হয়ে প্রথম দুটি উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। তৃতীয় উইকেটটি শিকার করেন ম্যাট হেনরি।

চতুর্থ দিন শেষে ২৩ ওভারে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮০ রান। বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে ১৪১ রানে।

৪৭ বলে ২৫ রান করা মোহাম্মদ মিঠুনের সঙ্গে সঙ্গে ক্রিজে রয়েছেন ২৬ বলে ১২ রান করা সৌম্য সরকার।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে টস জেতার পর বাংলাদেশকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। জবাবে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৩৮ রানের তুলতে দিন শেষ হয়।

সোমবার ভোরে আট উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলায় মনোযোগ দেন উইলিয়ামসন ও রস টেইলর।

১০৫ বলে ৭৪ রানে ব্ল্যাকক্যাপস দলপতি তাইজুলের বলে থামলেও ব্যাটিং মনোভাব দেখে বোঝা যাচ্ছিল বড় কিছু উপহার দেবেন দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলর।

উইলিয়ামসন-টেইলরের ১৭২ রানে জুটিটি ভাঙলে ক্রিজে যোগ দেন হেনরি নিকোলাস। এবার নিকোলাস-টেইলর জুটি থেকে যোগ হয় আরও ২১৬ রান। দলীয় ৩৯৬ রানে ব্যক্তিগত ১০৭ রান করে তাইজুলের দ্বিতীয় শিকার হন নিকোলাস।

অন্যদিকে ৪২১ রানের মাথা ব্যক্তিগত ২০০ রান করে মুস্তাফিজুর রহমানের বলে লিটন দাসের গ্লাভসে বল দিয়ে মাঠ ছাড়েন টেইলর।

৪৩৮ রানে বিজে ওয়াল্টিং ব্যক্তিগত আবু জায়েদ রাহির বলে গালিতে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন। এসময় ২৩ রানে অপরাজিত থাকা কলিং ডি গ্র্যান্ডহোমকে ডেকে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh