• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্রেইন টিউমার অপসারণে সিঙ্গাপুর নেয়া হচ্ছে রুবেলকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৯, ২১:৩৭
মেহেদী হাসান মিরাজের সঙ্গে মোশাররফ হোসেন রুবেল (ফাইল ছবি)

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন মাত্র ১টি ম্যাচ। ১ ফেব্রুয়ারিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৩ রানে নেন এক উইকেট। এরপর আর গোটা আসরে দ্বিতীয় ম্যাচ খেলা হয়নি মোশাররফ হোসেন রুবেলের।

জানা গেছে, বিপিএল চলাকালীন সময়ে প্রায় রাতেই খিঁচুনি দেখা দিতো জাতীয় দলের স্পিনার রুবেলের শরীরে। এর জন্য কয়েকবার ডাক্তারের স্বরণাপন্নও হন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

অবশেষে জানা গেল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। এর জন্য তাকে দ্রুতই নেয়া হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

মোশাররফ রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়েই রয়েছে টিউমারটি। তবে উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে সিঙ্গাপুর। যার জন্য সাহায্য করেছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

আরও জানান যায়, ভিসার জন্য আবেদন করা হয়েছে। ভিসা হয়ে গেলে আগামী তিন থেকে চারদিনের মধ্যেই নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকার মতো প্রয়োজন। সহযোগিতার জন্য বিসিবি’র কাছেও আবেদন করবেন মোশাররফ রুবেল।

আরো পড়ুন:

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh