• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোপায় ভাগ্য বদলাতে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মার্চ ২০১৯, ১২:৫৬

সেই ১৯৯৩ সালে অস্কার রুগেরির হাত ধরে শেষবার ট্রফি তুলে ধরেছিল আর্জেন্টিনা। এরপর আর ছুঁয়ে দেখা হয়নি ট্রফি। শেষ দুইবার সুযোগ হলেও কপাল গুনে একই প্রতিপক্ষের কাছে তাও হাতছাড়া। সেই দুইবারই অধিনায়ক বিশ্বসেরা লিওনেল মেসি। দুইবারই পরাজয় পেনাল্টি শ্যুট আউটে।

তাই এবার নতুন করে শুরু করতে চায় আকাশি-নীল জার্সিধারীরা। দীর্ঘ ২৬ বছরের শিরোপা খরা মুছতে চায় তারা। জাতীয় দলের হয়ে মেসিকে অমরত্ব দিতে চায় আর্জেন্টিনার ফুটবল সংস্থা। হয়তো সেই আশাতেই জার্সিতে বদল আনল এএফএ। যদি জার্সি বদলের সঙ্গে ভাগ্যের বদলও হয়! শেষমেশ এই জার্সি পরে মেসিদের সাফল্য প্রাপ্তি হবে কি না এখনই বলা অসম্ভব।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ের ট্রফি ১৫টি। তাই এবারের আসর জিতে উরুগুয়ের সঙ্গে বসতে চায় মেসিরা। ১৪ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার জনপ্রিয় প্রতিযোগিতা কোপা আমেরিকা। ব্রাজিলের মাটিতে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা।

----------------------------------------------------------------
আরো পড়ুন: নেপালের উদ্দেশে ঢাকা ছাড়লো বাংলাদেশ নারী ফুটবল দল
----------------------------------------------------------------