• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তিন বিশ্বকাপ জয়ীকে বাদ দিলেন জার্মান কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০১৯, ২১:৫৭

বোমা ফাটালেন জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লো। ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম তিন নায়ককে তার পরিকল্পনা থেকে ছেঁটে ফেললেন তিনি। এই মন্তব্যে রীতিমতো চমকে গিয়েছে ফুটবল বিশ্ব। তিনি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনায় আর নেই ম্যাটস হামেলস, জেরম বোয়েতাং ও থমাস মুলার।

মঙ্গলবার বায়ার্ন মিউনিখের তিন তারকাকেই একসঙ্গে ছেঁটে ফেলার কথা বলেই ফেললেন তিনি। ২৪ মার্চ সার্বিয়ার বিপক্ষে হতে চলা প্রীতি ম্যাচ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ২৪ মার্চ ২০২০ ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচের দল ঘোষণা করেন।

বাতিল তিন খেলোয়াড়ের মধ্যে হামেলস ও বোয়েতাং ৩০ বছর ছুঁয়েছেন। মুলারের বয়স ২৯। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তিন জনই নিজেদের সেরাটা দিয়েছেন।

গেল বছর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় জার্মানি। রাশিয়ায় এই তিন ফুটবলার সেই পারফর্মেন্সও পাওয়া যায়নি।

৫৯ বছরের লোর হাত ধরেই ২০১৪ বিশ্বকাপ এসেছিল ব্রাজিল থেকে জার্মানির ঘরে। যদিও তিনি তিন তারকাকে ধন্যবাদ জানাতে ভোলেননি।

তিনি বলেন, ম্যাটস, জেরম ও থমাসকে ধন্যবাদ একসঙ্গে অসাধারণ পারফর্মেন্স, সাফল্য ও অনবদ্য কিছু বছর কাটানোর জন্য।

গেল বছর সামি খেদিরাকে বাদ দেন তিনি। সামনে এখন নতুন দলের হাতছানি। তরুণ দল বানাতে চাইছেন তিনি ২০২০ ইউরো কাপের আগে।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেনহার্ড গ্রিন্ডেল বলেন, ২০২০ ইউরো কাপের যোগ্যতা অর্জনের জন্য জাতীয় দলে যে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে তাকে আমি স্বাগত জানাই।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh