• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পুলওয়ামা কাণ্ডে লাহোর থেকে সরছে পিএসএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০১৯, ১৬:১২

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গি হামলা পর থেকে ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক উত্তেজনা চলমান। ঠিক এমনই এক পরিস্থিতিতে লাহোর থেকে সরে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ৷

প্রাথমিকভাবে ঠিক ছিল টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের দু’টি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ মোট আটটি ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে৷ যার মধ্যে তিনটি ম্যাচ আয়োজন করার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি পাঁচটি ম্যাচ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে আটটি ম্যাচই খেলা হচ্ছে করাচিতে৷ লাহোর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তিনটি ম্যাচ৷

ভারতের বিপক্ষে সামরিক টানাপোড়েন শুরু হওয়ার পর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সব বিমানবন্দর বন্ধ করে দেয়ার নির্দেশ দেন৷ ফলে টেলিভিশন সম্প্রচার সংস্থার পক্ষে ১৫ হাজার টন যন্ত্রপাতি বহন করে লাহোরে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ করাচি বিমানবন্দর তুলনায় ভারতের সীমা থেকে দূরে অবস্থিত হওয়ায় সেখানে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে৷

স্বাভাবিকভাবেই লাহোরে ম্যাচ খেলা হলে তা টেলিভিশনে সম্প্রচার করা সম্ভব হত না৷ একারণেই লাহোর থেকে ম্যাচগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয় করাচিতে৷

এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘এটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত৷ দেশের ক্রিকেটের মূল কেন্দ্র বঞ্চিত হচ্ছে পিএসএল থেকে, সত্যিই এটি দুর্ভাগ্যজনক৷

দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির প্রধান কর্তা আর বলেন, দেশের স্বার্থে এটুকু ত্যাগ স্বীকার আমাদের করতেই হচ্ছে৷

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh