• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানকে নিয়ে ভারতের দাবি মানলো না আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০১৯, ১০:১৭

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত হয়েছেন ৪০ জন ভারতীয় সেনা। তার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি লেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে পাকিস্তানের মতো সন্ত্রাসের জন্ম দেয়া দেশের বিরুদ্ধে সব রকম সম্পর্ক ছিন্ন করা অনুরোধ জানায়।

বিসিসিআই’র পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছিল, যে দেশে সন্ত্রাসের লালন হয় সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখাটা সমস্যার।

ইএসপিএন জানিয়েছে, বোর্ড সভায় শনিবার আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়ে দেন, ভারতের আবেদন মানা সম্ভব হচ্ছে না।

ক্রিকেট সংশ্লিষ্ট এই গণমাধ্যমের খবর অনুযায়ী, এই সভায় বিসিসিআই’র পক্ষ থেকে কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী ছিলেন। তিনি চিঠির প্রসঙ্গ তোলেননি মিটিংয়ে।