logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

থমাসের পর গেইল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ মার্চ ২০১৯, ১০:১৬ | আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১০:২৬

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ সমতায় শেষ করেছে উইন্ডিজ ও ইংল্যান্ড। প্রথম চার ম্যাচের দুইটিতে ইংল্যান্ড ও একটিতে উইন্ডিজ জয়ী হয়। তৃতীয় ওয়ানডেটি বৃষ্টির পেটে চলে যাওয়ায় ক্যারিবীয়দের সামনের ছিল সিরিজ বাঁচানো। আর ইংল্যান্ডের লক্ষ্য ছিল সিরিজ নিয়ে ঘরে ফেরা। ইংলিশদের সে আশায় গুড়েবালি দিলেন পেস বোলার ওশান থমাস ও ব্যাটিং ইউনিভার্স ক্রিস গেইল। 

গতরাতে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওশান থমাসের পেস তোপে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন অ্যালেক্স হেলস ও জস বাটলার। 

উইন্ডিজের পেসার ওশান থমাস ৫টি, হোল্ডার ও ব্র্যাথওয়েট ২টি এবং কটরেল একটি করে উইকেট নেন। 

১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে গেইল তাণ্ডবে তিন উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ২৭ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্রিস গেইল। যেখানে ৫টি চার ও ৯টি দৃষ্টিনন্দন ছয়ের মার ছিল। গেইল অর্ধশত রান করতে খরচ করেন মাত্র ১৯টি বল। যা ক্যারিবীয়দের হয়ে দ্রুত অর্ধশত রানের রেকর্ড। 

এর আগের রেকর্ডটি ছিল ড্যারেন স্যামির দখলে। ২০১০ সালে অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে ফিফটি করেন তিনি। 

গেইলের বিদায়ের পর ব্রাভো ও হেটমায়ার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। 

ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট পাওয়া ওশান হন প্লেয়ার অব দ্য ম্যাচ আর সিরিজে দুর্দান্ত দুটি শতরানসহ ৪২৪ রান করে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার হাতে পান।
এএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়