• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হ্যামিল্টন টেস্টে ওয়ানডে খেলছেন তামিম-সাদমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০১৯, ০৮:৫৪

বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৭১৫ রানের ইনিংস ঘোষণা করে। অর্থাৎ প্রথম ইনিংসে কিউইদের লিড ৪৮১ রানের। টেস্টে নিউজিল্যান্ডের এটি দলীয় সেরা স্কোর। এর আগে তাদের সেরা স্কোর ছিল ৬৯০ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বলা চলে টাইগার দুই ওপেনার ওয়ানডেই খেলছেন। ১১ ওভারে ব্যাটিং করে ইতোমধ্যে স্কোরবোর্ডে ৫৬ রান সংগ্রহ করেছেন। তামিম ৩৫ ও সাদমান ২১ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে হ্যামিল্টনে অধিনায়ক উইলিয়ামসনের অপরাজিত ডাবল, রাভাল ও ল্যাথামের সেঞ্চুরিতে রানের পাহাড়ে উঠে কিউইরা। মাঝখানে নিকোলসের ৫৩, গ্র্যান্ডহোমের অপরাজিত ৭৬ ও ওয়াগনারের ৪৭ রানের ইনিংসতো ছিলই।

রানের পাহাড়ে উঠতে গিয়ে মিরাজের প্রতিই বেশি ক্ষোভ দেখিয়েছে উইলিয়ামসনরা। ৪৯ ওভার বল করে ২৪৬ রান খরচায় মাত্র ২টি উইকেট ঝুলিতে পুরতে সমর্থ হন। তার বোলিং ইকোনমি রেট ৫.০২। এর আগে বাংলাদেশের কোনো বোলার টেস্টে এক ইনিংসে এতো রান দেননি।