• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জোড়া সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ মার্চ ২০১৯, ০৯:২৩

বাংলাদেশের পক্ষে তামিমের একটি সেঞ্চুরির প্রতিদান যে দুটি সেঞ্চুরির মাধ্যমে দিতে হবে তা হয়তো কল্পনাই করতে পারেনি বাংলাদেশ। দুই সেঞ্চুরিয়ান জিত রাভাল ও টম ল্যাথামের ব্যাটে চড়ে বিশাল সংগ্রহের পথে নিউজিল্যান্ড। রাভাল তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর ল্যাথাম ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ১০৮ রানের লিড নিয়েছে। তাদের দলীয় সংগ্রহ ২ উইকেটে ৩৪২রান। ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন ৪১ রানে ও রস টেলর ২ রানের।

আগের দিন ৮৬ রানে কোনও উইকেট না হারানো নিউজিল্যান্ড রাভাল ও ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৫৪ রান করেন। যা বাংলাদেশের বিপক্ষে টেস্টের উদ্বোধনী জুটিতে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ। ২০০১ সালে ওয়েলিংটনে ম্যাট হর্ন ও মার্ক রিচার্ডসনের ১০৪ রানের জুটি ছিল আগের রেকর্ড।

আর সবমিলিয়ে রাভাল ও ল্যাথামের ২৫৪ নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সর্বোচ্চ টেরি জার্ভিস ও গ্লেন টার্নারের ৩৮৭, ১৯৭২ সালে জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।