• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে অস্ট্রেলিয়া দল

স্পোর্টস ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ২-০ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। রসিকতা করে বলতে গেলে, কাশ্মীরের পুলওয়ামায় বালাকোটের জঙ্গিদের হামলার চেয়েও বা কম কি এই হোয়াইটওয়াশ।

টি-টোয়েন্টি সিরিজ হারের শোক ভুলতে না ভুলতে আবারও ব্যাট-প্যাড গুছিয়ে নেমে পড়তে হচ্ছে ওয়ানডে সিরিজের জন্য। আগামী ২ মার্চ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

এর মধ্যে আতংকের নাম পাকিস্তান। ভারত-পাকিস্তান দুই দেশের মধ্য চলছে আকাশ যুদ্ধ। কখন আবার কোনদিক থেকে কি এসে পড়ে সেটা বলা বলা যায় না নিশ্চিত করে।

যার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ও দেশটি সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়ার।

অজিদের নিরাপত্তার জন্য থাকছে সন্ত্রাস দমন কমান্ডো দল ‘অক্টোপাস’। এছাড়াও থাকছে ছয় প্লাটুন সশস্ত্র বাহিনী।

প্রথম ওয়ানডের ভেন্যু হায়দরাবাদ রাজীব গান্ধী স্টেডিয়ামে থাকছে প্রায় আড়াই হাজার নিরাপত্তা কর্মী।

ম্যাচের আগের দিন বন্ধ করে দেয়া হবে হায়দরাবাদের ট্রেন সার্ভিস। এখানেই থেমে নেই নিরাপত্তা। বিধিনিষেধ আছে দর্শকদের ক্ষেত্রেও। মাঠে নেয়া যাবে না ব্যানার-পেস্টুন, পানির বোতল, সিগারেট, ল্যাপটপ, দাহ্য পদার্থ, ধারালো বস্তু, প্লাস্টিকের পণ্য ও খাবার।

এছাড়া রাজীব গান্ধী স্টেডিয়ামের চারপাশ মনিটরিং করা হবে ২০০ সিসি ক্যামেরার সাহায্যে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh