• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরিসংখ্যানে রিয়াল, বার্নাব্যুতে এগিয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

বাংলাদেশ সময় রাত ২টায় স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে উভয়দলের ম্যাচটি গোল সমতায় শেষ হয়েছিল। তাই আজকের ম্যাচে যারাই জিতবে চলে যাবে ফাইনালে। একাধিক গোলে ম্যাচ সমতা হলে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে বার্সেলোনা উঠে যাবে ফাইনালে। বার্সেলোনার সুযোগ হবে টানা পঞ্চম শিরোপা জয়ের।

আজকের এল ক্লাসিকোয় নামার আগে পরিসংখ্যানে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। আবার বার্নাব্যুয়ের মাঠ হিসেবে এগিয়ে আছে কাতালানরা। বার্নাব্যুতে গত চার বছরে রিয়ালের কাছে মাত্র একবার হেরেছে বার্সা। গত ১৫ বছরের পরিসংখ্যানও এগিয়ে রাখছে মেসি-সুয়ারেজদের। কারণ ২০০৪ সালের পর বার্নাব্যুতে ২১টি ক্লাসিকোর ১১টিতে জিতেছে কাতালান ক্লাবটি। ড্র তিনটিতে আর পরাজয় সাতটিতে। এই ২১ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে গোল পায়নি কাতালান জায়ান্টরা। সবচেয়ে বড় কথা হলো, এ ভেন্যুতে গত পাঁচ ম্যাচের চারটিতেই কমপক্ষে ৩টি করে গোল করেছেন মেসিরা। এর মধ্যে সর্বশেষ ম্যাচে বার্সা ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্যালাকটিকোদের।

এ ম্যাচ দিয়ে রিয়ালের বিপক্ষে অবশ্যই কোপা দেল রেতে গোলের খরা কাটাতে চাইবেন ছোট ম্যাজিশিয়ান। তাই রিয়াল গোলরক্ষক কোর্তোয়া অথবা নাভাস কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে। কারণ রিয়ালের মাঠ মানেই মেসির জয়জয়কার। এ মাঠেই সবসময় নিজের চেনারূপে ফিরেন লিওনেল মেসি।

কোপা দেল রে টুর্নামেন্টে দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ৩৪ বার। এর মধ্যে ১২ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ১৪ ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রের ফাইনালে সবশেষ দেখা হয়েছিল দু’দলের। সেদিন গ্যারেথ বেলের গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শেষ কোপা দেল রের শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপর টানা চারবার আর কাউকে এ শিরোপা ঘরে তুলতে দেয়নি বার্সেলোনা।