• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিসি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীরা

স্পোর্টস ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০

আরেকটি বিশ্বকাপ দোরগোড়ায়। ১২তম বিশ্বকাপের আসর বসবে চলতি বছরের ৩০ মে থেকে ইংল্যান্ডে। ১০টি ভেন্যুতে আয়োজিত হবে ম্যাচগুলো। চলবে প্রায় দেড়মাস। বিশ্বকাপের ইতিহাস লেখার পাতাগুলোও অপেক্ষা করছে নতুনদের ঠাঁই দিতে।

এই ইতিহাস বইতে ঠাঁই পেয়েছেন অনেকেই। কেউ এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকার করে, সর্বোচ্চ রান করে কিংবা সর্বোচ্চ ক্যাচ নিয়ে। এমন অনেক কিছুই দেখা যাবে আসছে আসরেও।

তার আগে জেনে নেয়া যাক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন পর্যন্ত সেরা পাঁচে কারা আছেন।

গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
তার পুরো নাম গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার কিংবদন্তীদের একজন। ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্রিকেট বিশ্বে ক্যাঙ্গারুদের হয়ে ২২ গজ মাতিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি সর্বমোট ৯৪৯টি উইকেট শিকার করেন।