• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৪ ফেব্রুয়ারি বিশ্ব দেখেছিল দুটি ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩১

১৯৭১ সালের ৫ জানুয়ারি প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। ওই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সময়ের সঙ্গে পাল্লা দিতে সীমিত ওভারের ক্রিকেটের ধরনও বদলে গেছে। ব্যাট-বলের নৈপুণ্যের কারণে অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে পরিচয় লাভ করে ওয়ানডে বা একদিনের ক্রিকেট। ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরুর পর অনেকই নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন বড় নামে। ওয়ানডে ক্রিকেটের ৩৮ বছর পেরিয়ে গেলেও কেউেই ব্যক্তিগত ২০০ রানের গণ্ডি ছাড়াতে পারেননি। অনেকেই খুব কাছে এসেও হতাশ হয়েছেন। তবে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ডাবল সেঞ্চুরিটি আসে ৩৯ বছরের মাথায় ২০১০ সালে। মহাকাব্যিক এই ইনিংসটি রচনা করেন ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার একের পর এক বোলারকে এদিন হতাশ করেছিলেন লিটল মাস্টার।

আজ ২৪ ফেব্রুয়ারি এই দিনেই ভারতের গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ২০০ রানে অপরাজিত ছিলেন শচীন।

টস জিতে জ্যাক কালিসের দলের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওপেন করতে নেমেছিলেন শচীন।

ডেল স্টেইন, ওয়েইন পার্নেল, ভ্যানডার মারওয়ে সমৃদ্ধ প্রোটিয়া পেস অ্যাটাক একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ১৪৭ বল খেলে ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি। ২২৬ মিনিট ক্রিজে থেকে শচীন হাঁকিয়েছিলেন ২৫টি চার ও তিনটি ছয়।