• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হেটমায়ার ও কোটরেলে সিরিজ সমতায় উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২

ব্যাটিংয়ে গেইল-হেটমায়ার ও বোলিংয়ে কোটরেল তোপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা এনেছে উইন্ডিজ। আগের ম্যাচে করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। কিন্তু দলের জয়ে সেই সেঞ্চুরি কোনও কাজে আসেনি। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি না পেলেও পেয়েছেন অর্ধশত। এতে করে ক্যারিবীয় দলে তার অন্তর্ভুক্তির কারণ জানান দিলেন ক্রিস গেইল। এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন সিমরন হেটমায়ার।

শুক্রবার বার্বাডোজে টস হেরে ব্যাট করতে নেমে গেইল ও ক্যাম্পবেলের আগ্রাসী ব্যাটিংয়ে ১২ ওভারে ৬১ রানের জুটি গড়ে ক্যারিবীয়রা। ২৩ রানে মঈন আলীর বলে প্লাঙ্কেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাম্পবেল। এরপর গেইল তার স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট করে ৬৩ বলে তুলে নেন ক্যারিয়ারের অর্ধশতের অর্ধশত। এরপরই রশিদের বলে বোল্ড হয়ে ফেরত যান তিনি।

গেইল ফিরে যাওয়ার পর ২২তম ওয়ানডে খেলতে নামা তরুণ হেটমায়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে ২৮৯ রানে লক্ষ্য দাঁড় করায় উইন্ডিজ। হেটমায়ার ৮৩ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার।

ইংলিশ বোলারদের মধ্যে উড, প্ল্যাংকেট, স্টোকস ও রশিদ একটি করে উইকেট নেন।