• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপে পাক-ভারত দ্বৈরথ দেখতে ৪ লাখ আবেদন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৪

পুলওয়ামায়া কাণ্ডের পর ১৬ জুন বিশ্বকাপে পাক-ভারতের ২২ গজের দ্বৈরথ আদৌ হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কিন্তু এ ম্যাচ দেখতে হুমড়ি খেয়ে পড়বে ক্রিকেটপ্রেমীরা। কী স্টেডিয়ামে, কী টিভি পর্দায়।

ভারতের সৌরভ, হরভজন সিংয়ের মতো সাবেক ক্রিকেটাররা তো ওই ম্যাচ বয়কট করার আহবান জানিয়েছে। এমনকি পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার জোর চেষ্টা চালাচ্ছে ভারত। যদিও আইসিসি জানিয়েছে, ভারত-পাক ম্যাচ না হওয়ার কোনও ইঙ্গিত নেই তাদের কাছে। পুরো পরিস্থিতির ওপর তারা নজর রাখছে।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয় দল দুটি। কিন্তু এবার দুটি ম্যাচেই পাকিস্তানকে বিধ্বস্ত করে ভারত। তাই এবারের সাক্ষাত যে অন্য যেকোনও বারের চেয়েও উত্তেজনা সৃষ্টি করবে তা বলার অবকাশ নেই।

এত কিছুর মধ্যেও চমকপ্রদ তথ্য জানিয়েছেন বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি। ওল্ড ট্রাফোর্ডের ওই ম্যাচ দেখতে টিকিটের জন্য আবেদন করেছে চার লাখ দর্শক। যেখানে স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ২৫ হাজার।