• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বোলিংয়ের বৈধতা পেয়ে লঙ্কান স্কোয়াডে ধনঞ্জয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৭

গত বছরের নভেম্বরের পর থেকে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ ছিলেন শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়া। অবশেষে অবৈধ বোলিংয়ের দায় থেকে মুক্তি পেয়েই দলের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দলভুক্ত হলেন তিনি।

গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে গেলো টেস্টে অবৈধ অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন ধনঞ্জয়া। এরপর ২৩ নভেম্বর ব্রিসবেনে পরীক্ষা দিয়ে অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পান এই অফস্পিনার।

তবে বোলিং পরামর্শকের সাহায্য নিয়ে আবারও ২ ফেব্রুয়ারি চেন্নাইয়ে পরীক্ষা দিতে যান ধনঞ্জয়া। অ্যাকশন পরিবর্তনের পর সেখানে পাস করে বোলিং বৈধতা পান। এদিকে আইসিসির ছাড়পত্র পাওয়ার পরপরই দলে ডাক পেয়েছেন ধনঞ্জয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডের জন্য শ্রীলঙ্কান স্কোয়াডে রাখা হয়েছে এই স্পিনারকে।

সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কা দলের অন্যতম একজন ক্রিকেটার ধনঞ্জয়া। ২০১৮ সালে ওয়ানডেতে দেশের হয়ে ২৮টি উইকেট পেয়েছেন তিনি। এছাড়া টেস্টে ২৪.২৫ গড়ে উইকেট নিয়েছেন ২৭টি।