• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেষ ওয়ানডেতে নেই মিঠুন, অনিশ্চিত মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৫

নিউজিল্যান্ড সফরে ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশ থেকে রক্ষার পালা। কিন্তু তার আগেই বাংলাদেশ শিবিরে ইনজুরি আতঙ্ক।

বুধবার ডানেডিনে হোয়াইটওয়াশ এড়াতে মাশরাফির নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু চোটের কারণে ইতোমধ্যে বাদ পড়েছেন ইনফর্ম ব্যাটসম্যান মিঠুন। এদিকে ইনজুরিতে রয়েছেন মুশফিকও। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল। দলে সুযোগ পেয়েছেন টেস্ট স্কোয়াডের মুমিনুল হক। এমনটাই জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

পাইলট বলেন, মুশফিক-মিঠুনের স্ক্যান করানোর জন্য আমরা এখনও কোনও স্লট পাইনি। কাল (মঙ্গলবার) তাদের স্ক্যান হতে পারে। এরপরও বোঝা যাবে তারা খেলার মতো অবস্থায় আছে কিনা। আপনারা জানেন মুমিনুল দলের সঙ্গেই আছে শুরু থেকে। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ১৫ জনের স্কোয়াডে এখন সে যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মিঠুনকে শেষ ওয়ানডেতে পাওয়া যাবে না। আশা করি প্রথম টেস্ট থেকে তাকে পাওয়া যাবে। আর মুশফিক কিছুটা সুস্থ রয়েছে। কাল (আজ) ওয়ার্মআপ এর পর বুঝা যাবে সে খেলার জন্য কতটা ফিট। তবে আশাবাদী সে খেলবে।